মালদা

পঞ্চায়েত নির্বাচনের পর আবার মালদা শহর থেকে উদ্ধার পচা মাংস

ভাগাড় কাণ্ড সামনে আসার পর রাজ্যের বিভিন্ন জেলার সাথে মালদা জেলার বাজারে ও খাবারের দোকানগুলিতে তল্লাশি শুরু হয়েছিল জোর কদমে। কিন্তু সে সময় পঞ্চায়েত নির্বাচন চলে আসায় এই তল্লাশি মাঝ পথে থেমে যায়। নির্বাচনের বেশ কিছু দিন বাদে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হয় ভাগাড় মাংসর তল্লাশি। এদিন মালদা শহরের ঘোড়াপীর এলাকার এক মাংসের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পচা মাংস উদ্ধার করে ইংরেজবাজার পুরসভার কর্মীরা। পুরসভার এই অভিযানে এই মাংস উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাংস গুলিকে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠিয়েছে পুরসভা বলে জানা গেছে। 

এবিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, ভাগার কাণ্ডের পর থেকেই শহরের বিভিন্ন বাজারে ও খাবারের দোকানে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পুরসভা। মাঝখানে নির্বাচনের কারণে এই অভিযান কিছুদিনের জন্য বন্ধ ছিল। বৃহস্পতিবার আবার এই অভিযান শুরু হয়েছে। এদিন শহরের বিভিন্ন জায়গায় খাবারের দোকানগুলোতে ও কাঁচামালের দোকানগুলিতে তল্লাশি চালায় পুরকর্মীরা। শহরের ঘোড়াপীর মোরে একটি মাংসর দোকানে ফ্রিজে থাকা এই মাংস গুলি উদ্ধার হয়। পুরো কর্মীদের প্রাথমিক ধারণা এই মাংস গুলি মরা মুরগির মাংস। এগুলিকে ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল। বিভিন্ন ক্যাটারারের মারফত অনুষ্ঠান বাড়িতে এই মাংস সরবরাহ করা হতো। মোট ৩০ কেজি এধরনের মাংস উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয়। তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/WcWP0hZmKrU